News

Biman News

                                                   

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুপরিসর বোয়িং-৭৭৭ উড়োজাহাজের বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন মন্ট্রিয়েল, কানাডায় গত ০৬ মে ২০১৭ বিশ্ব বৈমানিকদের ৭২তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী সারাবিশ্বের ৫৫০ জন প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি ভোটে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন (ইফাআলপা)’র এশিয়া/প্যাসিফিক অঞ্চলের জন্য নির্বাহী সহ-সভাপতি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) হিসাবে নির্বাচিত হয়েছেন। এই উপহাদেশের কোন বৈমানিক এই প্রথমবারের মত বিশ্ব বৈমানিকদের জন্য নির্দিষ্ট এই সু-উচ্চ পদ প্রাপ্ত হলেন। 

মন্ট্রিয়েল, কানাডা ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন (ইফাআলপা) জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান “ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ইকাও)” এবং “ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাপ্টেন ইসতিয়াক যুক্তরাষ্ট্র ভিত্তিক “ইন্টারন্যাশনাল সোসাইটি অব এয়ার সেফ্টি ইনভেস্টিগেটরস্ (আইসাসি)”র স্থায়ী সদস্য এবং আন্তর্জাতিক সনদপাপ্ত “উড়োজাহাজ দূর্ঘটনা তদন্ত বিশেষজ্ঞ” এবং সেফটি অডিটর। এই পদ প্রাপ্তির পূর্বে তিনি পরপর তিনবার এশিয়া/পশ্চিম অঞ্চলের জন্য নির্বাচিত আঞ্চলিক সহ-সভাপতি ছিলেন।