News

Biman News

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তারই হাতে গড়া প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান শ্রমিক লীগ(সিবিএ)-র উদ্যোগে বিমান যানবাহন বিভাগ,কূমিটোলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিবিএ সভাপতি  জনাব মশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, এম.পি, বিশেষ অতিথি ছিলেন বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারী (অবঃ), বিবিপি এনডিইউ, পিএসসি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ, শ্রম সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব হাবিবুর রহমান সিরাজ, জনাব আলহাজ্ব শুক্কুর মাহমুদ, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু, কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক লীগ। বিমানের সর্বস্তরের  কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহন করেন।