বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিশেষ হজ ফ্লাইটসমূহের সম্মুখ কেবিনের সীমিত সংখ্যক আসন প্রাপ্তির
বিষয়ে সম্মানিত হজযাত্রীদের মধ্যে আগ্রহ ও চাহিদা পরিলক্ষিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সম্মানিত হজযাত্রীগণকে সম্মুখ কেবিনের আসন পূর্ব থেকে নিশ্চিতকরার অনুরোধ জানাচ্ছে।
সম্মুখ কেবিনের আসন নিশ্চিকতকরণের জন্য বিমান নিম্নলিখিত চার্জ/ফি ধার্য করেছে। বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা। সৌদি আরব থেকে শুধু আসার জন্য ৭০০.০০ সৌদি রিয়াল।
শর্তসমূহ:
Ø সম্মানিত যাত্রীগণ শুধু সম্মুখ কেবিনে আসন পাবেন। সেবার ক্ষেত্রে কোন পার্থক্য থাকবে না।
Ø এই সুযোগ শুধু বিশেষ হজ ফ্লাইটসমূহের জন্য প্রযোজ্য।
বলাকাস্থ বিমানের প্রধান কার্যালয়ের সেলস অফিস, মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিস, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস অফিস, বিমান কলসেন্টার এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা ও মক্কায় অবস্থিত বিমান অফিস থেকে এই সেবা গ্রহণ করা যাবে।
যোগাযোগ:
হজ ক্যাম্পের
বিমান সেলস অফিস: ফোন:
+88-02-48963715, +88-02-48963725
মোবাইল:
01777760370, 01777715740
মতিঝিল ডিস্ট্রিক্ট
সেলস অফিসের হজ সেল: ফোন: +88-02-223381244
মোবাইল: 01777760372
সেলস অফিস (বলাকা): মোবাইল:
01777715630-31
ফোন: +88-02-8901600/ Ext.2135/ 2136
বিমান কলসেন্টার: 01990997997
প্রকাশের অনুরোধসহ-
তাহেরা খন্দকার
মহাব্যবস্থাপক জনসংযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।